November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 6th, 2021, 8:07 pm

আফগানিস্তানে কিশোরীসহ ১৩ জনকে হত্যা: অ্যামনেস্টি

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে হাজারা সম্প্রদায়ের এক কিশোরীসহ ১৩ জনকে হত্যা করেছে ক্ষমতাসীন তালেবানের সদস্যরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিহতদের মধ্যে ৯ জনই সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি’র সরকারের সেনা সদস্য ছিলেন। গেল আগস্টে কাবুল পতনের পর দেশটির দায়কুন্দি প্রদেশে তাদের হত্যা করা হয়। আত্মসমর্পণের পর পালিয়ে যাওয়ার সময় তাদের গুলি করে হত্যা করে তালেবানের সদস্যরা। এ সময় ১৭ বছর বয়সী এক কিশোরীসহ দুই বেসামরিক নাগরিক নিহত হন। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে, হত্যার অভিযোগ অস্বীকার করেছে তালেবান। অ্যামনেস্টির রিপোর্টকে একপেশে বলে মন্তব্য করেছে তালেবানরা।