September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 27th, 2024, 7:17 pm

আফগানিস্তানে বন্যায় নিহত ৭, নিখোঁজ ১০

সিনহুয়া, বামিয়ান :

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় সাতজন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ জুন) দেশটির প্রাদেশিক সরকারের মুখপাত্র আবদুল সাবুর সিঘানি বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে ইয়াকাওলাং জেলার কিছু অংশে প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হেনেছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, নিহতদের লাশ ও জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।

বন্যায় বেশকিছু ঘরবাড়ি ও কৃষিজমি প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এছাড়া মঙ্গলবার উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ইয়ামগান জেলায় আকস্মিক বন্যায় ৪০টি বাড়িঘর ও ৩০০ একরেরও বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।