September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 15th, 2021, 1:08 pm

আফগানিস্তানে সরকার গঠন করতে না করতেই অন্তঃকোন্দলে তালেবান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে সরকার গঠন করতে না করতেই অন্তঃকোন্দলে তালেবান। এক জ্যেষ্ঠ নেতা স্বীকার করলেও অন্তঃকোন্দলের বিষয়টি আনুষ্ঠানিক অস্বীকার করেছে গোষ্ঠীটি।

নবগঠিত সরকারের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে বারাদারের অসন্তুষ্টিই মতবিরোধের কারণ বলে জানিয়েছে তালেবানের ওই জেষ্ঠ নেতা।

গত সপ্তাহে প্রেসিডেন্টশিয়াল ভবনে তালেবানের সহ প্রতিষ্ঠাতা ও সরকারের উপ প্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদার ও মন্ত্রীসভার সদস্য ও হাক্কানি নেটওয়ার্কের খলিলুর রহমান হাক্কানির মধ্যে বাগবিতন্ডা হয়। এরপর থেকে বারাদারকে আর জনসম্মুখে দেখা যায়নি।

গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে দেশটিকে ‘ইসলামিক আমিরাত’ ঘোষণা করে তালেবান। শুধু পুরুষদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার বেশ কয়েক সদস্য যুক্তরাষ্ট্রের বিশ্ব সন্ত্রাসীর তালিকাভুক্ত।