অনলাইন ডেস্ক :
মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে এ পর্যন্ত ৩ হাজার ২শ’রও বেশি লোককে সরিয়ে নিয়েছে। কেবলমাত্র মঙ্গলবার একদিনে সরিয়ে নেয়া হয়েছে ১১শ’ লোককে। একজন হোয়াইট হাউস কর্মকর্তা এ কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, মার্কিন সামরিক বাহিনী আজ ১৩টি বিমানে করে আমেরিকান নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারসহ আনুমানিক ১১শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।
তিনি বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২শ’ লোককে
সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে প্রায় দু’ হাজার আফগান রয়েছে। এদেরকে বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন
নড়াইলে শিক্ষক হেনস্তা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র
নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় ৪ পথচারী নিহত