অনলাইন ডেস্ক :
ক্ষমতা হাতে পেয়েই আফগানিস্তানের মাটি দাপিয়ে বেড়াচ্ছে তালেবানরা। আফগানিস্তান নিয়ে উদ্বিগ্ন টলিউড অভিনেত্রী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় তালেবানের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন অভিনেত্রী। তালেবানদের শাসনের ভয়ে কাঁপছে আফগানিস্তানের সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সব ভিডিও। ইতিমধ্যেই দেশে ছেড়েছেন আফগানিস্তানের পপ তারকা আরিয়ানা সইদ। অন্যদিকে প্রাণভয়ে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছেন পরিচালক সারা কারিমি। আফগানিস্তানের এই ছবি দেখেই শিউরে উঠেছে গোটা বিশ্ব। বিচলিত ভারতের সেলব্রিটিরা। এবার আফগানিস্তানকে বাঁচানোর আর্তি জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপপ্ত।১৮ আগস্ট টুইটারে অভিনেত্রী লিখেছিলেন, “চূড়ান্ত হতাশ আর হতবম্ব! প্রতিবাদের ভাষা জানা নেইৃবিকৃতমনের মানুষগুলোর হাতে সবকিছু! কোথায় রাষ্ট্রসংঘ? নিরাপত্তা পরিষেবা? অদ্ভূত বিশ্বের রাজনীতি! সীমান্তের অবস্থাও তথৈবচৃ মনে হচ্ছে প্রাগৈতাহিসক যুগে চলে গিয়েছি।” এবার প্রতিবাদের মাধ্যম হিসেবে অভিনেত্রী বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকে। নিজের ফেসবুক, টুইটার,ইনস্টাগ্রাম সবকটি অ্যাকাউন্টের ছবি বদলে ফেলেছেন ঋতুপর্ণা। তার বদলে সেখানে লেখা ঝধাব Save Afghanistan (আফগানিস্তানকে বাঁচান)। পাশাপাশি নিজের ছবি সরিয়ে প্রতিটি আ্যকাউন্টে ডিপি কালো করে দিয়েছেন অভিনেত্রী। এ ভাবেই তিনি প্রতিবাদ জানাচ্ছেন এই তালেবান শাসকদের বিরুদ্ধে। বেশ কিছুদিন আগে নিজের টুইটার হ্যান্ডেলে ঋতুপর্ণা লেখেন, প্রতিবাদ জাননোর ভাষা পাচ্ছি না, চূড়ান্ত অসহায় লাগছে, হতবাক একই সঙ্গে। অভিনেত্রী প্রশ্ন তোলেন কোথায় রাষ্ট্রসংঘ! কোথায় নিরাপত্তা পরিষেবা! সীমান্ত অবস্থা মুখ থুবড়ে পড়েছে। অভিনেত্রী লেখেন, মনে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে পৌঁছে গিয়েছি। ঋতুপর্ণা ছাড়াও এই বিষয়ে মুখে খুলেছেন শ্রীলেখা মিত্র, পাওলি দাম, সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো সেলেব্রিটিরা।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ