October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 18th, 2021, 1:09 pm

আফগানিস্তান বিষয়ে ভার্চুয়ালি জি ৭ বৈঠক আয়োজনে সম্মত বাইডেন ও জনসন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগানিস্তান বিষয়ে আলোচনা করেছেন। তারা আফগান সংকট নিয়ে ভার্চুয়ালি জি ৭ বৈঠক আয়োজনেরও ঘোষণা দেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান বিষয়ে অভিন্ন কৌশল নির্ধারণের লক্ষ্যে তারা আগামী সপ্তাহে জি ৭ বৈঠক ভার্চুয়ালি আয়োজনে সম্মত হয়েছেন।
তালেবানের আফগানিস্তান দখলে নেয়ার পর বাইডেন এই প্রথম কোন বিদেশী নেতার সাথে ফোনে কথা বলেছেন।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, আফগাস্তিান থেকে লোকজনকে সরিয়ে আনার চলমান প্রচেষ্টায় ব্রিটিশ- মার্কিন সহযোগিতাকে উভয় নেতা স্বাগত জানান।
জি-৭ এ চলতি বছর ব্রিটেন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। এর অন্য সদস্যরা হলো কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।