ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ মে) সকালে যুক্তরাজ্যের লন্ডনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর।
বাংলাদেশি বংশোদ্ভূত এ ব্রিটিশ লেখক একাধারে সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও কবি হিসেবে সুপরিচিত।
পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা ইউএনবিকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে সকাল ৬:৪৯ মিনিটে (লন্ডন সময়) মারা যান তিনি। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপে নেবে।
—ইউএনবি
আরও পড়ুন
ফের দেবে গেছে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই