October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 7:47 pm

আবারও একই সিনেমায় শাহরুখ ও সালমান

অনলাইন ডেস্ক :

‘মেরে করণ অর্জুন আয়েঙ্গে’ (করণ অর্জুন আসবে) বক্তব্য ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক আদিত্য চোপড়ার। এরপর প্রায় ৩০ বছর কেটে গেছে। তবে সম্প্রতি পাঠান ছবিতেই শাহরুখের সঙ্গে সালমানকে দেখা গেছে। টাইগার হিসেবেই রাশিয়ায় বন্দী পাঠানকে বাঁচাতে আসেন সালমান খান। জানা গেছে, সামনে টাইগার থ্রি ছবিতেও শাহরুখ ক্যামিও (চুম্বকনাট্য) করবেন সালমানের ছবিতে। তবে, এসবের মধ্যে বড় খবর হচ্ছে! আবারও নাকি একই ছবিতে কাজ করতে চলেছেন শাহরুখ ও সালমান। ইয়াস রাজ ফিল্মের (ওয়াই আর এফ) পরিকল্পনা তাই জানান দিচ্ছে! স্পাই ইউনিভার্সের ছবি হিসেবে বিরাট জনপ্রিয়তা পেয়েছে ‘ওয়ার’, ‘টাইগার’ এবং ‘পাঠান’। তাই, আদিত্য চোপড়ার এবার অন্যরকম প্ল্যানিং করছেন। অ্যাকশন প্যাকড এই ছবিগুলির দুর্দান্ত সাফল্যই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আদিত্য চোপড়াকে। এবার নাকি দুই হিরো তাও আবার একই সিনেমায়, ভারতের অন্যতম অ্যাকশন ছবি আনতে চলেছে ইয়াস রাজ ফিল্ম, স্পাই ইউনিভার্স নাম।শাহরুখ ও সালমান যখন একসঙ্গে, তখন ধামাকা হওয়াই স্বাভাবিক। তাই তো, গল্প লিখতে বসেছেন আদিত্য চোপড়া। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ছবিতে ‘টাইগার’ এবং ‘পাঠান’-ই মূল চরিত্র এই বিষয়টি একেবারেই নিশ্চিত। আদিত্য চোপড়ার সঙ্গে গল্প লিখতে বসেছেন শ্রীধর রাঘবন। স্পাই ইউনিভার্সের অন্যতম লেখক তিনি। সূত্রের খবর, পাঠান বনাম টাইগার অর্থাৎ দুই সুপারস্টারের মধ্যে মারকাটারি অ্যাকশন দেখানো হবে এই ছবিতে। সামনেই বিরাট প্ল্যানিং, টাইগার থ্রির ভিজুয়াল এফেক্টস (ভিএফএক্স) নিয়ে ব্যস্ত যশরাজ। তারপরেই শুরু হবে এই ছবির কাজ। একেই দুই সুপারস্টার একসঙ্গে। এতোবছর ধরে ছবির সাফল্য, নেপথ্যে যিনি তিনি আদিত্য চোপড়া। আবারও গ্র্যান্ড কিছু প্ল্যানিং করছেন একথা বলাই যায়।