September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 26th, 2023, 9:01 pm

আবারও কলকাতার সিনেমায় নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক :

টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলায়ও দারুণ জনপ্রিয় নুসরাত ফারিয়া। তার পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত গোটা দশেক সিনেমা মুক্তি পেয়েছে, যার অর্ধেকই টলিউডের। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মুক্তি পেল তার অভিনীত “আবার বিবাহ অভিযান”। “আবার বিবাহ অভিযান” সিনেমাটির মুক্তি উপলক্ষে নুসরাত ফারিয়া বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সিনেমাটি মুক্তি পেতে না পেতেই নতুন আরেকটি চলচ্চিত্রে যুক্ত হলেন এ অভিনেত্রী। এখনও নাম ঠিক না হলেও গত বুধবার সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। নাম ঠিক না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন বাবা যাদব।

মূলত তিনি কোরিওগ্রাফার হিসেবে পরিচিত হলেও এবার আরও বড় পরিসরে ক্যামেরার পেছনে দাঁড়াবেন। বলে রাখা ভালো, গত মাসে এসভিএফ মিউজিকের ব্যানারে মুক্তি পাওয়া মিউজিক ভিডিওতেও বাবা যাদবই নির্মাতা হিসেবে ছিলেন। সিনেমাটিতে নুসরাত ফারিয়ার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা সোমরাজ মাইতিকে। প্রথমবারের মতো তারা বড়পর্দায় একত্রে জুটি বাঁধছেন। সোমরাজ মাইতি টিভি অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে থিতু হওয়ার চেষ্টায় আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই মহরত অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি আপলোড করেন নুসরাত ফারিয়া। সেখানে তাকে নির্মাতা, নায়কসহ টলিউডের আরও একাধিক তারকা ও কুশলীর সঙ্গে দেখা গেছে।

বিস্তারিত কিছু না জানালেও ক্যাপশনে এ চিত্রনায়িকা নিশ্চিত করেন, “এটা আমার পরবর্তী কাজ।” তবে মহরত হয়ে গেলেও এখনই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে না। “আবার বিবাহ অভিযান”র মুক্তির পর ঢাকায় আরেকটি সিনেমার শুটিং সারবেন নুসরাত ফারিয়া। অন্যদিকে, মাঝে একটি থ্রিলারধর্মী ছবিতে কাজ করার কথা রয়েছে সোমরাজের। ধারণা করা হচ্ছে, সেগুলো সেরে কয়েক মাস পরই কাজটিতে নামবেন তারা।“আবার বিবাহ অভিযান” মূলত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত “বিবাহ অভিযান” সিনেমার সিক্যুয়েল। এতে নুসরাত ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, সৌরভ দাস প্রমুখ।

“বিবাহ অভিযান” সিনেমাটির মতো “আবার বিবাহ অভিযান” চলচ্চিত্রেরও চিত্রনাট্য লিখেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রথম কিস্তিতে বিরসা দাশগুপ্ত পরিচালক থাকলেও প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ব্যানারে নির্মিত এবারের কিস্তিতে পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। ২০১৫ সালে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজিত চলচ্চিত্র “আশিকী” দিয়ে নায়িকা হিসেবে নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল। এরপর তাকে একে একে “বাদশা: দ্য ডন”, “বস ২”, “বিবাহ অভিযান” সিনেমায় দেখা যায়। “আবার বিবাহ অভিযান”র আগে ২০২০ সালে মুক্তি পাওয়া “শাহেনশাহ” সিনেমায় এ অভিনেত্রীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল।