July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 7:29 pm

আবারও কোক স্টুডিওতে ‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ

অনলাইন ডেস্ক :

তিন অঞ্চলের ভাষার সমন্বয়ে ‘মুড়ির টিন’ দিয়ে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) যাত্রা করেছে ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন। গানটি পেয়েছে দারুণ জনপ্রিয়তা। এরপর ব্যান্ড ‘মেঘদল’ ও জহুরা বাউল মিলে উপহার দিয়েছেন ‘বনবিবি’। এটিও অন্তর্জালে ঝড় তুলেছে। এবার তৃতীয় গানের পালা। শনিবার সন্ধ্যা ৬টায় এসেছে এটি। আর এই গানে ফিরছেন প্রথম সিজনের প্রথম শিল্পী অনিমেষ রায়। যিনি ‘নাসেক নাসেক’ গান দিয়ে জয় করেছেন গোটা দেশ। এবারও নিজের জাতিগোষ্ঠী হাজংয়ের সংস্কৃতি তুলে আনছেন তিনি। গানটির শিরোনাম ‘নাহুবো’। এই গানে অনিমেষ রায়ের সঙ্গে থাকছেন কক্সবাজারের র‌্যাপ শিল্পী সোহানা রহমান। যাকে ‘ডটার অব কোস্টাল’ আখ্যা দিয়েছে কোক স্টুডিও কর্তৃপক্ষ। গানটিতে হাজং ও উপকূলীয় সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে। গানটি নিয়ে অনিমেষ রায়ের মন্তব্য, ‘এটা আমার নিজের জীবন থেকে অনুপ্রাণিত। সামাজিক প্রত্যাশার চাপে মাথা নত না করে নিজের শেকড়ের প্রতি দায়বদ্ধ থেকে এবং গানের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছি।’ এ গানের হাজং ভাষার অংশটি লিখেছেন অনিমেষ রায়। আর র‌্যাপ অংশ রচনা করেছেন সোহানা। এতে তাদের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সায়ন্তন মাংসাং, সাদুল ইসলাম ও ইমরান আহমেদ। গানটির সুর বেঁধেছেন সায়ন্তন মাংসাং। কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাইতে শোনা যাবে গানটি।