November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 8th, 2024, 8:19 pm

আবারও চেন্নাইয়ে মোস্তাফিজ

অনলাইন ডেস্ক :

জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে (যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ) খেলতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। সেই কাজ শেষে গত রোববার সন্ধ্যায় চেন্নাইয়ে ফিরে গেছেন তিনি। মোস্তাফিজ ঢাকায় ফেরেন গত মঙ্গলবার। যে কারণে শুক্রবার চেন্নাই সুপার কিংসের অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি। ওই ম্যাচে তার অনুপস্থিতি টের পাওয়া গেছে।

মোস্তাফিজহীন চেন্নাই ম্যাচটা ৬ উইকেটে হেরেছে। ভারত ছাড়ার আগে মোস্তাফিজ আইপিএলের শীর্ষ উইকেট শিকারি ছিলেন। ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট! তার অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল উইকেট শিকারের তালিকায় শীর্ষস্থান দখলে নিয়েছেন। ৪ ম্যাচে চাহাল নিয়েছেন ৮ উইকেট। তাছাড়া মোস্তাফিজের মতো ৭ উইকেট নিয়ে অবস্থান করছেন গুজরাটের মোহিত শর্মাও। মোহিত অবশ্য ৪ ম্যাচে খেলেছেন। আগের দুই ম্যাচে চেন্নাইয়ের ঘরের মাঠে মোস্তাফিজ কার্যকরী বোলিংয়ে প্রভাব রাখতে পেরেছিলেন।