অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে আবার জাতীয় দলের ম্যানেজার হিসেবে ফিরছেন নাফিস ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে, এই সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক এই ক্রিকেটার। বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে ছিলেন না নাফিস। আলোচনা ছিল- অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়াতে ভারত বিশ্বকাপে যাওয়া হয়নি তাঁর। দায়িত্ব ছাড়তে হয়েছিল বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাঝে।
এবার নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আবার ফিরছেন তিনি। এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকায় ফিরেন বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। আসছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দলও। আজ বুধবার সকালে সিলেটের উদ্দেশে রওনা করবে সফরকারীরা। বাংলাদেশ দল সিলেটে যাবে আ বুধবার রাতে। এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করবে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে, ২৮ নভেম্বর।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা