অনলাইন ডেস্ক :
তরুণ কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম দীর্ঘ দেড় দশক ধরে গান করছেন। বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানের চর্চাও করেন তিনি। সেই ধারাবাহিকতায় একাধিক হিন্দি গান উপহার দিয়েছেন তিনি। সেগুলো সাড়াও পেয়েছে বেশ। ঈদুল আজহা উপলক্ষে নতুন আরেকটি হিন্দি গান নিয়ে এলেন ফাহিম। এর শিরোনাম ‘তু হ্যায় কাহা’। বিক্রম চৌধুরীর কথায় গানটির সুর করেছেন অম্লান চক্রবর্তী। সংগীতায়োজনে বব। শুক্রবার ডেডলাইন রেকর্ডসের ব্যানারে গানচিত্র আকারে প্রকাশ হয়েছে এটি। নতুন গানটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘একজন শিল্পী হিসেবে বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানও আমি পছন্দ করি। কারণ আমি মনে করি সংগীতের কোনো সীমানা নেই। সেই জায়গা থেকেই হিন্দি গানে কণ্ঠ দেওয়া।
গানের পাশাপাশি ভিডিওটি বড় পরিসরে বানানো হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। ‘তু হ্যায় কাহা’ গানের ভিডিও নির্মাণ করেছেন রাশেদ মজুমদার। এতে ফাহিমের সঙ্গে মডেল হয়েছেন আফরিনা তৃণা। এর আগে ‘হে ডিজে’ ও ‘গালি গালি’ শিরোনামে দুটি হিন্দি গান প্রকাশ করেছিলেন ফাহিম ইসলাম। উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন ফাহিম। এরপর ২০১০ সালে ‘কেন বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও দুটি অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া প্রায় ২০টি সিঙ্গেল গান উপহার দিয়েছেন তিনি।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী