অনলাইন ডেস্ক :
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের যুবারা। ভারতে চার জাতীর ক্রিকেট আসরে একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে এই ম্যাচেও ৬৮ রানের বড় ব্যবধানে হেরেছে আহরার আমিনের দল। ইংল্যান্ডের ২৬৫ রান তাড়া করে ১৯৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ নিয়ে আসরে ছয় ম্যাচের পাঁচটিতেই হারল বাংলাদেশের যুবারা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানে তিন উইকেট হারায় ইংল্যান্ডের যুবারা। এরপর চতুর্থ উইকেটে হামজা শেখের সঙ্গে শতরানের জুটি গড়েন লুস বেনকেনস্টেইন। তাঁদের ১১৪ রানের জুটিতে ২৯ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান হয়ে যায় ইংল্যান্ডের রান। হামজাকে ফিরিয়ে জুটিটা ভাঙেন মাহফুজুর রহমান। দলীয় স্কোর দুই শ ছোঁয়ার পর ফেরেন বেনকেনস্টেইন। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন তিনিই। বেনকেনস্টেইন আউটের পর আর ৬১ রান যোগ করে অলআউট হয়েছে ইংল্যান্ডের যুবারা।
২৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে নিয়মিতি বিরতিতে উইকেট হারিয়ে কক্ষচ্যূত হয়ে পড়ে যুবারা। ৭৬ রানা পড়ে চতুর্থ উইকেট। দলীয় স্কোর একশ পেরোনোর আগে হারায় পঞ্চম উইকেট। পরের দিকের ব্যাটাররাও ভালো অবদান রাখতে না পারায় দুইশর আগে অল আউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছেন আরিফুল ইসলাম।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা