অনলাইন ডেস্ক :
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের আর্থিক অনিয়ম ও ফিফার অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ আবার বেড়েছে। সোমবার নবম সভার পর আরও ১৪ দিন সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। তবে এবার ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ সভাপতি দীর্ঘ সভা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেবো। সভাপতির কাছ থেকে অনুমোদন নিয়েছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু দুই থেকে তিনটা মিটিং হবে।’ বাফুফের তদন্ত কমিটির মেয়াদ ফের বাড়ার কারণ প্রসঙ্গে কমিটির প্রধান কাজী নাবিল বলেছেন, ‘ঈদের আগে আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম। এরপর ঈদের ছুটি এবং আমাদের সেক্রেটারি (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার) দেশের বাইরে ছিলেন। সব কিছু মিলিয়ে আমাদের একটু সময় লাগছে।
তবে আশা করছি এবার আর সমস্যা হবে না। ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবো।’ ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন নির্বাহী কমিটির কাছে হস্তান্তর করবে কমিটি। এরপর নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাফুফের অনিয়ম নিয়ে তদন্ত করছে। সরকারের এই তদন্ত বাফুফের তদন্তের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না প্রশ্নে কাজী নাবিল বলেছেন, ‘আমরা তদন্ত করছি শুধু ফিফার রিপোর্টের ওপর। সরকারের তদন্তের বিষয় ভিন্ন। এখানে সমস্যা হওয়ার কিছু নেই।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা