অনলাইন ডেস্ক :
বিয়ে করেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত শনিবার আমেরিকার লাস ভেগাসে বিয়ে করেছেন তারা। খবরটি নিজেই জানিয়েছেন জেনিফার লোপেজ। গত রোববার বিকালে নিজের ওয়েবসাইটে জেনিফার লোপেজ লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি। ভালবাসা সুন্দর। বিশ বছরের ধৈর্যের ফল পেয়েছি।’ ২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার এবং বেন অ্যাফ্লেকের। ২০০৩ সালে বাগদান করেছিলেন তারা, বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। গত বছরে এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যায়। প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ভক্তরা এই জুটির নাম দিয়েছেন বেনিফার। সূত্র: ভ্যারাইটি
আরও পড়ুন
অনন্তর সিনেমা নিয়ে মিশার মন্তব্য কতটা যৌক্তিক?
ব্যক্তিগত ছবি নিয়ে অনুরোধ করলেন জ্যাকলিন
এ বছরই মুক্তি পাচ্ছে ‘নেত্রী: দ্য লিডার’