October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 11th, 2022, 7:47 pm

আবারও ভারতকে রমিজের খোঁচা

অনলাইন ডেস্ক :

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে ভারত। ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হারের পর ভারতকে খোঁচা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট রমিজ রাজা। ভারতের লজ্জাজনক হারের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) টেনে ভারতকে খোঁচা মেরে রমিজ রাজা বলেন, ‘শতকোটি ডলারের টি-২০ লিগের ক্রিকেটারদের চেয়ে তাহলে পাকিস্তানি ক্রিকেটাররা ভালো।’ গত বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘শতকোটি ডলারের লিগ খেলা খেলোয়াড়দের নিয়ে গড়া দল পাকিস্তান দলের পেছনে। তাহলে আমরা সঠিক পথেই আছি। ক্রিকেট উন্নয়নে আমরা যা করছি, তা ঠিকই করছি।’