September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 23rd, 2022, 7:31 pm

আবারও ভারতে ফেরদৌস-মমতাজ-অপু

অনলাইন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূলের এক প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। তাই তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারত সরকার। তাই মঙ্গলবার ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই তারকা ভারতে গেছেন আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করতে। সেখানে হোটেল পোলো টাওয়ারে উঠেছেন তিনি। তার সঙ্গে আছেন ফোক স¤্রাজ্ঞী মমতাজ বেগম ও চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ আরও অনেকে। হোটেলে ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আগরতলা’। এর আগে অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, নিষেধাজ্ঞার ফলে অনেক ক্ষতি হয়েছে আমার। হাতে থাকা কয়েকটা চলচ্চিত্র এবং নতুন আরও কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল, সেগুলো থেকে সরে আসতে হয়েছে। তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা থাকলেও তা করতে পারিনি। ভারতে ভিসা না থাকায় অবশেষে মঙ্গলবার ভারতে যাচ্ছি। ভারতের আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করবো।’