অনলাইন ডেস্ক :
২০১৩ সালে ‘রাজা গোলাম’ ছবির ঘোষণা দিয়েছিলেন অভিনেতা কাজী মারুফ। তাঁর প্রযোজনায় ছবিটি পরিচালনা করার কথা ছিল বিদ্যুতের। ওই বছর নভেম্বরে উত্তরায় নবাগতা ইতি শাহকে নিয়ে শুটিংও শুরু হয়েছিল ছবিটির। তবে পরে আবার বন্ধ হয়ে যায় শুটিং। নায়িকা বদলে ইতির জায়গায় চুক্তিবদ্ধ হন লাক্স তারকা প্রসূণ আজাদ। তবে শেষ পর্যন্ত ‘রাজা গোলাম’ আর আলোর মুখ দেখেনি। দীর্ঘ ১০ বছর পর জানা গেল, ফের ‘রাজা গোলাম’ শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে নতুন করে হয়েছে গান রেকর্ডিং। এবার ছবিটি পরিচালনা করবেন কাজী মারুফের বাবা নির্মাতা কাজী হায়াৎ। নতুন ‘রাজা গোলাম’-এ মারুফের সঙ্গে পরীমনিকে চান পরিচালক। এরইমধ্যে পরীর সঙ্গে কথা বলেছেন মারুফ।
আগের পান্ডুলিপি কিছুটা কাটছাঁটও করা হয়েছে, জানিয়েছেন তিনি। মারুফ এখন আমেরিকা আছেন। জানুয়ারির শেষের দিকে তাঁর দেশে ফেরার কথা। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি ছবিটির শুটিং শুরু করবেন বলেও জানান মারুফ। তিনি বলেন, ‘এই ছবিটি নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। নিজের মতো করে গল্প তৈরি করেছিলাম। তবে অনাকাক্সিক্ষত কারণে পরে আর শুটিং করতে পারিনি। এবার সব গুছিয়ে তবে শুটিং শুরু করব। সেই সময়েও গান তৈরি করেছিলাম। তবে সময়ের চাহিদার কারণে নতুন করে গান করছি। গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি বাবাকে দিয়ে লিখিয়ে। দেশে ফিরেই পরীমনিকে চুক্তিবদ্ধ করব।’
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান