October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 7th, 2023, 8:00 pm

আবারও সিনেমা হলে আসছে ‘সাঁতাও’

অনলাইন ডেস্ক :

‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’ সিনেমা হলে মুক্তি পেয়েছিল গেল ২৭ জানুয়ারি। এরপর গেল মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী চলছে। তবে দর্শকদের চাহিদার কারণে আবারও সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। সিরাজগঞ্জের মিনি সিনেপ্লেক্স রুটস সিনে ক্লাবে আগামীকাল শুক্রবার থেকে চলবে ‘সাঁতাও’। ছবিটির পরিচালক খন্দকার সুমন বলেন, ‘আমাদের ছবিটি এর আগেও রুটসে চলছে। তখন দর্শকরা বেশ পছন্দ করেছিল। অনেক দর্শক তখন ছবিটি সময়ের অভাবে দেখতে পারেননি। তাদের অনুরোধে সিনেমা হলটিতে আমরা আবারও ছবিটি মুক্তি দিচ্ছি।’ পরিচালক জানালেন, তিনি আগামি ১২ জুন সিরাজগঞ্জে যাবেন।

সরাসরি দর্শকদের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলবেন। তাদের প্রতিক্রিয়া জানবেন। গত বছরের নভেম্বরে ২৪ তারিখে ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’। গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র ‘সাঁতাও’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। ছবিটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

‘সাঁতাও’ ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’-র আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা প্রযোজনা পরিকল্পনা’ পুরস্কারে পুরস্কৃত হয়। ৫ মার্চ ভারতের কেরলা প্রদেশের ত্রিশুল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এর আগে ছবিটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানওরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল।