October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 8th, 2022, 7:26 pm

আবারও হলিউডে ফারহান আখতার

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গায়ক এবং প্রযোজক ফারহান আখতার। যিনি ডিজনি প্লাসের আসন্ন সিরিজ ‘মিস মার্ভেল’- এ অভিনয় করতে যাচ্ছেন। এ ছবি দিয়ে তিনি হলিউডে পা রাখবেন। খবরটি জানা গেল ভারতের নানা গণমাধ্যমের বরাতে। সিরিজটিতে ফারহানের ভূমিকার বিশদ বিবরণ এখনো জানা যায়নি। তবে জানা গেছে অতিথি তারকা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেটি একটি শক্তিশালী চরিত্র হবে। ‘মিস মার্ভেল’ ৮ জুন ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হতে চলেছে। যেখানে ইমান ভেলানিকে দেখা যাবে কমলা খান চরিত্রে। গল্পে দেখা যাবে কমলা খান জার্সি সিটিতে বেড়ে উঠা একজন মুসলিম আমেরিকান কিশোর। এছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করবেন আরামিস নাইট, সাগর শেখ, রিশ শাহ, জেনোবিয়া শ্রফ, মোহন কাপুর, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, লাইথ নকলি, আজহার উসমান, ট্রাভিনা স্প্রিংগার এবং নিমরা বুছা।