অনলাইন ডেস্ক :
কিছুদিন আগেই কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রোর পাশাপাশি কিয়ারার অভিনয়ও দারুণ প্রশংসিত হয়। এবার সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দর্শকদের আরও একটি সিনেমা মুক্তির খবর দিলেন এই অভিনেত্রী। আগামী ২৫ মার্চ কিয়ারার নতুন সিনেমা ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমা হলে আসছে। মঙ্গলবার সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আনিস বজমি। হরর কমেডি ঘরানার এই সিনেমাটিতে কিয়ারার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। সিনেমাটি মুক্তির খবরে বেশ উচ্ছ্বসিত কিয়ারা বলেন, ‘একটি সিনেমা মুক্তির রেশ শেষ না হতেই নতুন সিনেমা মুক্তির খবর নিঃসন্দেহে আমার জন্য আনন্দের। দারুণ একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটির গল্পে শুধু নতুনত্ব থাকছে না, এতে ভিন্ন এক কিয়ারাকে দেখতে পাবেন দর্শকরা। হরর-কমেডি ঘরানার সিনেমায় চরিত্রের সঙ্গে মিশে যাওয়া সত্যি অনেক কঠিন। চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে সুবিচার করার। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন।’ উল্লেখ্য, এই সিনেমাটির প্রথম সিকুয়েলে অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনয় করেছিলেন।
আরও পড়ুন
কলকাতার সিনেমায় অপূর্বর সঙ্গী রাইমা সেন
এবার একসঙ্গে রায়হান রাফী-শাকিব
জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বীর