October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 20th, 2022, 7:33 pm

আবারো হাসাপাতালে পেলে

অনলাইন ডেস্ক :

কোলন ক্যান্সারের চিকিৎসার জন্য সোমবার থেকে আবারো হাসাপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলীয় কিংবদন্তী ফুটবলার পেলে। তাকে চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্টানটি একথা জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলবার্ট আইনস্টাইন হাসাপাতাল জানায়,‘ এডসন আরান্তেস দো নাসিমেন্টোর ক্লিনিক্যাল অবস্থা ‘ভাল এবং স্থিতিশীল’। পরবর্তী কয়েকদিনের মধ্যে তাকে হাসাপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’ সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত কিংবদন্তী ফুটবলার পেলেই একমাত্র ফুটবল তারকা, যিনি বিশ^কাপের তিনটি শিরোপা (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জয় করেছেন। পরিবারের মতে ব্রাজিলে ‘ ও’রিও এবং ‘দ্য কিং’ নামে পরিচিতি ৮১ বছর বয়সি এই মহাতারকাকে কোলন টিউমারের ক্যামোথেরাপি নিতে মাসে অন্তত একবার হাসাপাতালে যেতে হয়। কোলনের ক্যান্সার শনাক্তের আগে গত বছর প্রায় একমাস হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। কিডনির পাথর অপসারনের জন্য ২০১৯ সালে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সান্তোষ ও ব্রাজিলীয় জাতীয় দলের এই সাবেক ফুটবলার। পরে সেখান থেকে সাওপাওলোতে স্থানান্তর করা হয় তাকে। ২০১৪ সালে মুত্রনালির সংক্রমনের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকতে হয়েছিল পেলেকে। ওই সময় বাঁ পাশের কিডনিও ডায়ালাইসিস করাতে বাধ্য হন পেলে। অবশ্য খেলোয়াড় থাকা অবস্থাতেই ১৯৭০ এর দশকে পেলের ডান পাশের কিডনি অপসারণ করা হয়েছিল। তার নিতম্বেও সমস্যা রয়েছে। যে কারণে চলাফেরা কমিয়ে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে হুইল চেয়ার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।