অনলাইন ডেস্ক :
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই জলঘোলা কম হয়নি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। বিশেষ করে ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে রিয়াদকে নিয়ে ধোঁয়াশা ততই বাড়ছে। বিশ্বকাপের স্কোয়াডে রিয়াদ থাকবেন কিনা সেটি নিয়েই যত প্রশ্ন। রিয়াদের দলে থাকা না থাকা নিয়ে এবার সরাসরি কথা বলেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, যাকে যোগ্য মনে হবে সেই সুযোগ পাবে বিশ্বকাপের স্কোয়াডে। কিছুদিন আগেও রিয়াদ জাতীয় দলের অপরিহার্য মুখ হলেও বর্তমানে অবস্থাটা পুরোটাই বিপরীত।
দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়েন রিয়াদ। তখন যদিও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো রিউয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ইংল্যান্ডের মাটিতে ফিরতি আয়ারল্যান্ড সিরিজেও দলে জায়গা পাননি রিয়াদ। নিজের বয়সের ছাপ আর ফিটনেসের ঘাটতি তো আছেই, সঙ্গে সাম্প্রতিক ফর্মটাও কথা বলছে সাইলেন্ট কিলারের প্রতিপক্ষ হয়েই। রিয়াদের বিষয়ে কথা বলতে গিয়ে বেসরকারি একটি টিভি চ্যানেলকে সুজন জানান, ‘এটা বাংলাদেশ ক্রিকেট দল, আবেগের কোনো জায়গা নয়। এখানে পারফরম্যান্স এবং যাকে প্রয়োজন হয় আমি তাকেই খেলাব।
এমনকি প্রয়োজন হলে মাশরাফিকেও খেলাব। এতে কোনো সমস্যা নেই।’ সুজন আরও বলেন, ‘মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক এবং কোচরা বেতনভুক্ত। এটা (দল নির্বাচন) তাদের সিদ্ধান্ত। বিসিবি প্রেসিডেন্ট কিংবা অন্য কেউ বা আমার সিদ্ধান্ত না। তারা তাদের কাজ করুক। আর আমাদেরও আস্থা রাখতে হবে নির্বাচক ও ম্যানেজমেন্টের ওপর, তারা যেটা চাইবে সেটা সবচেয়ে ভালোটা চাইবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা