October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 8th, 2023, 8:09 pm

আবেগ ঢেলে অহনাকে ভালোবাসা জানালেন শামীম

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা রহমান। কয়েক মাস ধরেই তাদের প্রেমের গুঞ্জন উঠেছে নেটদুনিয়া। তারাও কেউ স্পষ্ট কোনো কথা না বললেও থেমে থেমে নিজেরাই যেন উসকে দিচ্ছেন সেই গুঞ্জনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ইঙ্গিতপূর্ণ একের পর এক পোস্ট সেই গুঞ্জনকে করে তুলছে আরও রহস্যময়। বুধবার (৮ ফেব্রুয়ারি) ছিলো অহনার জন্মদিন। বিশেষ দিনে শামীমের কাছ থেকে বিশেষভাবে শুভেচ্ছায় ভাসলেন অভিনেত্রী অহনা, মনের আবেগ ঢেলে ভালোবাসা জানিয়েছেন শামীম সরকার। অহনার সঙ্গে প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, সেই মুহূর্তের চিত্র পোস্ট করেছেন শামীম। সঙ্গে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমি বিশ্বাস করি সব মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে পরিচয় হয়। আমি তোমার ভক্ত ছিলাম, এখনও আছি। কিন্তু আমার সৌভাগ্য, আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি, তোমার বন্ধু হতে পেরেছি। অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সঙ্গে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই।’ প্রিয়তমার প্রশংসায় শামীম আরও বলেন, ‘তুমি দারুণ একটা মানুষ! সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তাভাবনা, সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ¦লে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সবসময় শুভ কামনা।’ সবশেষে নিজেকে অহনার বন্ধু এবং ভক্ত বলে পরিচয় দিলেন শামীম হাসান সরকার। শামীম ও অহনা জুটি বেঁধে গত কয়েক মাসে দুই ডজনের বেশি নাটকে অভিনয় করেছেন। দেশের টিভি জগতে এমনটা আগে কোনো জুটির ক্ষেত্রেই দেখা যায়নি। অনেকের ধারণা, পর্দার রসায়নের পাশাপাশি তাদের বাস্তবের সম্পর্কই এত কাজের হেতু। অহনার সঙ্গে চমৎকার একটি সম্পর্ক রয়েছে বলে অকপটেই স্বীকার করেন শামীম। তবে সেটাকে ‘প্রেম’ নাম দিতে চান না। ভবিষ্যতে তা বিয়েতে গড়াবে কি না, সেই সম্ভাবনা নিয়েও ধোঁয়াশা রেখেছেন তরুণ এ অভিনেতা। তবে পারিবারিক মহলে দুজনের পরিচয়-যাতায়াত রয়েছে, এটুকু নিশ্চিত করেছেন মাস দুয়েক আগেই।