September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 16th, 2023, 8:26 pm

‘আমরা আসলেই দুর্ভিক্ষের মধ্যে আছি’

অনলাইন ডেস্ক :

নাট্যজন মামুনুর রশীদের আলোচিত বক্তব্যের প্রতিধ্বনি মিললো নায়ক বাপ্পারাজের কণ্ঠেও। ক’মাস আগে মামুনুর রশীদ বলেছিলেন, দেশে রুচির দুর্ভিক্ষ চলছে। এমন বক্তব্যের রেশ ধরে পক্ষে বিপক্ষে ঝড় ওঠে সোশ্যাল হ্যান্ডেলে। মূলত মামুনুর রশীদের এই বক্তব্যটি ছিলো, হিরো আলম প্রসঙ্গে। তবে এবার সেই প্রসঙ্গটি সামগ্রিক অর্থে তুলে ধরলেন অনেকটাই আড়ালে চলে যাওয়া নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজ। এবার এই নায়ক আঙুল তুলেছেন সাংবাদিক ও সেলিব্রেটিদের দিকে। রোববার বাপ্পা বলেন, ‘আজকাল সাংবাদিক হওয়া কোনো ব্যাপার না, হাতে একটা স্মার্ট ফোন থাকলেই হলো। শিক্ষা, বিদ্যা, বুদ্ধির দরকার নেই, কোনো দায়বদ্ধতাও নেই। ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হলো।’ সাংবাদিকদের পাশাপাশি বাপ্পা কড়া সমালোচনা করলেন সেলিব্রেটিদের নিয়েও। বললেন, ‘সেলিব্রেটি হওয়া আরও সহজ।

ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো, তারপর মনে যা চায় আবোল-তাবোল বকবেন। তাতেই ভাইরাল, আপনি হিট। বিশাল সেলিব্রেটি হয়ে গেলেন। যেমন বাহারি প্রশ্ন তেমন উত্তরদাতার বাহারি উত্তর। আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি।’ তবে বাপ্পারাজ হঠাৎ কেন সাংবাদিক ও তারকাদের নিয়ে এমন কড়া প্রশ্ন তুললেন, সেটি স্পষ্ট নয়। অনেকেই মনে করছেন, সদ্য সমাপ্ত ঈদে মুক্তি পাওয়া দুই ছবির প্রচারণা ও তারকাদের নানান মন্তব্যকে ঘিরেই বাপ্পারাজ এই প্রতিক্রিয়া জানালেন। তবে বাপ্পার এমন মন্তব্যকে ঘিরে ফেসবুকে সমর্থনের পাল্লাটাই ভারী। বেশিরভাগই মনে করছেন, বাপ্পারাজ যথার্থ বলেছেন। যদিও এসব প্রতিক্রিয়ায় পাল্টা কোনো মন্তব্য করেননি বাপ্পা।