September 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 22nd, 2021, 8:25 pm

আমাকে ভোট দিতে হবে তা বলবোনা, তবে নিজের বিবেককে প্রশ্ন করে ভোট দিবেন : মিলন

ইয়াছিন রনি, ফেনী :
জায়লস্কর ইউনিয়নের উন্নয়নে আমি কখনো দলমত চিন্তা করিনি। কে কোন দল করে তা না দেখে পুরো ইউনিয়নে উন্নয়ন করেছি। করোনাকালীন সময়ে সবার ঘরে ঘরে লোক পাঠিয়ে কার কি অভাব-অভিযোগ রয়েছে তা শুনে সে অনুযায়ী সহযোগীতা করেছি। কে আ’লীগ, কে বিএনপি, কে জামায়াত বা অন্যকোন দল করে তা দেখিনি। এ ইউনিয়নের প্রতিটি জনগনকেই সমান চোখে দেখেছি এবং প্রতিটি জনগনই আমার আপনজন এ ভেবেই কাজ করেছি। আমি চেয়ারম্যান হই বা না হই জায়লস্করের জনগনকে কখনো পর করে দিবোনা। আজ আমি আপনাদের কাছে ভোটের জন্য আসিনি, এসেছি সাক্ষাৎ করতে ও দোয়া নিয়ে যেতে। আপনারা ভোট যাকে ইচ্ছা দিবেন সেটা আপনাদের একান্ত ব্যাক্তিগত বিষয়। তবে আমি শুধু বলব আপনারা আপনাদের বিবেক দিয়ে চিন্তা করে ভোটটি প্রদান করবেন। ভোট দিতে আসার সময় যে রাস্তা দিয়ে আসবেন, সেই রাস্তাটি কার অবদানে পাকাকরণ হয়েছে, যে স্কুলের কেন্দ্রে ভোট প্রদান করবেন সে স্কুলের ভবনটি কার অবদানে হয়েছে আপনার বিবেককে সে প্রশ্ন করে আপনি ভোটটি প্রদান করবেন। আমি বিশ্বাস করি জায়লস্করের জনগন কেও আমাকে নিজের সন্তান এবং কেও ভাইয়ের মত জানেন। তারা আমাকে নিরাশ করবেনা। ইনশাআল্লাহ আগামী ২৬ তারিখ নির্বাচনে জায়লস্কর ইউনিয়নের জনগন আমাকে নৌকা মার্কায় ভোট প্রদান করে বিপুল ভোটে জয়যুক্ত করে পূর্ণবার তাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আমি যেমন কোন বিষয়ে দল খুঁজিনাই, জায়লস্করের জনগনও এ ইউনিয়নের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। গতকাল ফেনীর দাগনভূঞা উপজেলার মোল্লাঘাটা বাজারে জায়লস্কর ইউনিয়নের ভোটারদের সাথে এক মতবিনিময় সভায় এসব বলেন অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আসন্ন ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মামুনুর রশীদ মিলন।
এসময় তিনি বলেন, অত্র ইউনিয়নের কিছু লোক চায়না আমি নির্বাচিত হই। কারন আমি নির্বাচিত হলে তাদের অনেক সমস্যা বেড়ে যায়। তারা রাতের আঁধারে চুরি, ডাকাতি ও ছিনতাই করতে পারেনা। ইয়াবা গাঁজা, চোলাইমদসহ মাদকজাতীয়দ্রব্য বিক্রি করতে পারেনা। তাই তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তারা ষডযন্ত্র করে অপশক্তি প্রয়োগের মাধ্যমে আমাকে পরাজিত করতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার বিরুদ্ধে ষডযন্ত্র করে লাভ নেই, এ ইউনিয়নের জনগণ আগামী ২৬ তারিখ ব্যালটের মাধ্যমে তোমাদের ষডযন্ত্রের সমুচিত জবাব দিবে। আমি ষডযন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই আমি মিলন চেয়ারম্যান হই বা না হই এ ইউনিয়নে কোন প্রকার মাদক বেচাকেনা, চুরি, ছিনতাই, ডাকাতি হতে দেবনা। ইউনিয়নের শান্তি বিনষ্ট করার সুযোগ দেবনা। তাই সময় থাকতে ভালো পথে আস। এসময় তিনি উপস্থিত জনগনের উদ্দেশ্যে বলেন, আপনারা কারো হুমকি ধামকিতে কোনপ্রকার ভয় পাবেন না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ করবেন। এবং ২৬ তারিখ কেন্দ্রে এসে নিজের বিবেককে প্রশ্ন করে ভোট প্রদান করবেন।