অনলাইন ডেস্ক :
বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রিনা খান। নেতিবাচক চরিত্রে অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সাত শতাধিক সিনেমায় অভিনয় করা এ অভিনেত্রী এখন লাইট-ক্যামেরার দুনিয়া থেকে দূরে আছেন। কেমন যাচ্ছে আপনার দিন? জানতে চাইলে রিনা খান বলেন, ‘দিন ভালোই কেটে যাচ্ছে। সকালে উঠে নামাজ পড়ে, সংসারের কাজ করে, ছোট্ট নাতিকে দেখাশোনা করে, গাছে পানি দিয়ে, রান্নাবান্না করে, বিকেলে বাইরে গিয়ে চা খেয়ে, একটু বাচ্চাদের নিয়ে ঘুরে- সময় কেটে যাচ্ছে।’ টালিউডে এখনও সিনিয়র শিল্পীদের নিয়ে কাজ হচ্ছে। ঢালিউডে হচ্ছে না। বিষয়টি নিয়ে আফসোস করে রিনা খান বলেন, ‘আসলে আমাদের ভাগ্য খারাপ যে এই দেশের শিল্পী হয়েছিলাম। বাংলাদেশের শিল্পী না হয়ে অন্য দেশের শিল্পী হলেও ভালো থাকতাম। তারপরও ভালো আছি, কিছু করার নাই। আমাদের অভিভাবকের অভাব।’ স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, ‘এখন তো সারারাত কাজ হয় না। অনেক ঈদ কেটেছে সারাদিন ঘুমিয়ে। ঈদের দিন কীভাবে পার হয়েছে জানি না। এটাই এখন ভাবি। সকালে গিয়ে রাতে এসে আবার সকালে গিয়ে কাজ করেছি। আগের দিনগুলো ভালো ছিল।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ায় আক্ষেপ করেছেন রিনা খান। আলাপকালে তিনি বলেন, ‘আমার মত শিল্পীকে এখনও কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি তা জানা নেই। এমনি আমি যে পুরস্কার পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি তাতেই খুশি। এখনও বাইরে বের হলে সেলফি তোলার ভিড় জমে যায়। তখনই বলি, আমি স্বার্থক।’ নেতিবাচক চরিত্রে অভিনয় করেও সন্তুষ্ট রিনা খান। তবে নেগেটিভ চরিত্রে অভিনয়ের ইচ্ছে তার ছিল না। পরিচালকরা তাকে বাধ্য করেছেন। তাতেও সন্তুষ্ট এ অভিনেত্রী।
আরও পড়ুন
পুলিশের পোশাক পরে যা বললেন অনন্ত জলিল
বেঙ্গালুরু উৎসবে জয়ার জয়, পারলেন না ফারিয়া
ইভেন্ট উপস্থাপনায় ব্যস্ত সূচনা