September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 6th, 2021, 7:24 pm

আমার বিশ্বাস গানটি সবার কাছেই ভালো লাগবে: মৌসুমী

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত হলো মৌসুমী চৌধুরীর ‘সেদিনও বৃষ্টি হয়েছিল।’ গানটির কথা-সুর কাব্যিক পলাশ, সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটি নিয়ে কথোপকথনে মৌসুমী চৌধুরী বলেন ‘সেদিনও বৃষ্টি হয়েছিলো’ গানটি সবার কাছেই ভালো লাগবে আমার বিশ্বাস। ইতোমধ্যে ইথুন বাবুর কথা-সুর-সংগীতে লিজেন্ড শ্রদ্ধেয় আসিফ আকবরের সাথে একটি ডুয়েট ও একটি সলো গান সম্পূর্ণ হয়েছে মৌসুমীর। যা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘সেদিনও বৃষ্টি হয়েছিলো’ গানটির ভিডিওতে চমৎকার অভিনয় করেছেন সম আকবর, সামিহা ও আলী রেজোয়ান। ভিডিওটি নির্মাণ করেছেন রাহাত বাপ্পি। মৌসুমী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গানকে খুব ভালোবাসি। গান নিয়ে অনেক দূরে যেতে চাই আপনাদের সবার ভালোবাসার মাধ্যমে। আমি সবার কাছে দোয়া প্রার্থী। আমি গান নিয়ে দর্শকশ্রোতা ও ভক্তদের হৃদয়ের মাঝেই থাকতে চাই।” প্রতযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে গানটি প্রকাশ হয়েছে।