October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 1st, 2022, 7:58 pm

আমি কি মেশিন আবার বাচ্চা হবে: কারিনা

অনলাইন ডেস্ক :

স্বামী-সন্তান নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সেখান থেকে শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে গুঞ্জন ওঠে, তৃতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হলে ইনস্টাগ্রামে পোস্টে এ অভিনেত্রী জানান, এই গুঞ্জন সত্যি নয়। লন্ডন থেকে ভারতে ফিরে বিষয়টি নিয়ে ফের মুখ খুলেছেন কারিনা। হিন্দুস্তান টাইমসকে এই অভিনেত্রী বলেনÑ‘আমি কি মেশিন আবার বাচ্চা হবে? এই পছন্দটা আমার উপরে ছেড়ে দিন।’ অন্তর্জালে ছড়িয়েপড়া ছবির বিষয়ে গত ২০ জুলাই মধ্যরাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেত্রী লিখেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে এমনিতেই তার অনেক অবদান।’ বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১২ সালে ১৬ অক্টোবর সাইফ আলীকে বিয়ে করেন কারিনা। ২০১৬ সালে তাদের বড় ছেলে তৈমুর আলী খানের জন্ম হয়। ২০২১ সালে জন্ম নেয় এই দম্পতির দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলী খান।