October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 7th, 2022, 8:40 pm

আম্বরখানা-টুকেরবাজার চার লেন সড়কের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীর আম্বরখানা-টুকেরবাজার সড়ক চার লেনে রূপান্তরিত করা হচ্ছে। শুক্রবার (৭ অক্টোবর) চার লেনের এ সড়কটির কাজের উদ্বোধন করেন সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

উদ্ভোধনকালে তিনি বলেন- ‘আম্বরখানা-টুকেরবাজার সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক। মানুষের কষ্টের কথা জেনে আমরা এ সড়কটিকে চার লেনে রূপান্তরিত করার প্রকল্প হাতে নেই। আজ ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কটির কাজের উদ্বোধন করা হয়েছে। আশাকরি কয়েক মাসের মধ্যে কাজ শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে।’

তিনি আরও বলেন- ‘রাস্তার স্থায়িত্ব ধরে রাখতে আমরা আরসিসি ঢালাই দিয়ে এ রাস্তার কাজ করছি। ইতোমধ্যে এক অংশের কাজ শুরু হয়েছে। বাকি অংশের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা সে ব্যাপারে সকলকে নজরদারি করতে হবে।’

এসময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এ সড়ক নির্মাণ করছে।