June 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 30th, 2023, 8:45 pm

‘আরও দুই রেকর্ড ভাঙবে লিটন’

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ১৮ বলে অর্ধশতক পূরণ করে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটি করেন লিটন দাস। ২০ বলে করা আশরাফুলের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দেন লিটন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। জাতীয় দলের হয়ে আরও দুটি রেকর্ড আছে আশরাফুলের। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে ও টেস্টে ভারতের বিপক্ষে ২৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। এই দুই রেকর্ডও লিটন ভেঙে দিবেন বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। বৃহস্পতিবার (৩০ মার্চ) গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুইটা রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। যেভাবে সে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি।’ তিনি আরও বলেন, ‘রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখতে ভালোই লাগে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। এটা তখন বিশ্বরেকর্ড ছিল। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ভালো লাগছে।’