October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 17th, 2023, 8:16 pm

আরও নতুন ছবি নির্মাণ করতে চান রোজিনা

অনলাইন ডেস্ক :

‘যে গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছি, সেখানে স্বয়ংসম্পূর্ণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার দর্শক তো আছেই, এখনকার সময়ের অনেকেই ইউটিউবে আমাদের সেইসব সিনেমা দেখে, চেনে, জানে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি বলবো, যারা আমার সিনেমা দেখেছেন তারা পরিবার নিয়ে ফিরে দেখা দেখতে পারবেন।’ নিজের পরিচালিত প্রথম সিনেমা প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। এরইমধ্যে সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে রোজিনা আরও বলেন, ‘আসছে ৩ মার্চ মাসের সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। এর আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমাটির প্রচারণা শুরু করবো।’ সরকারি অনুদানপ্রাপ্ত ‘ফিরে দেখা’ ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও স্পর্শিয়া। মুক্তিযুদ্ধের গল্পনির্ভর এ সিনেমার পরিচালনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোজিনা নিজেই। তার বিপরীতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। নির্মাণের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় নিয়ে জানতে চাইলে রোজিনা বলেন, ‘অনেকদিন পর পর্দায় হাজির হচ্ছি। আমি নিজে অভিনয় করেছি, ইলিয়াস কাঞ্চন আছেন, নিরব, স্পর্শিয়াসহ অনেক শিল্পী রয়েছে সিনেমাটিতে। আপনারা যদি হলে গিয়ে সিনেমাটি দেখেন তাহলে পরবর্তী সিনেমা বানাতে পারবো।’ এদিকে এই সিনেমাটির বাইরেও নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রোজিনা। এ বিষয়ে গুণী এই অভিনেত্রীর বলেন, ‘ফিরে দেখা মুক্তির পর নতুন ছবি নির্মাণ করব। এরইমধ্যে নতুন একটি স্ক্রিপ্ট শেষ করেছি। এটি লিখেছেন ছটকু আহমেদ। গল্পের নাম দিয়েছি এখনই সময়। মূলত এটি যৌতুক বিরোধী একটি গল্প।’