নিজস্ব প্রতিবেদক :
দেশে করোনার প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এদের মধ্যে ঢাকায় ২১১ জন এবং বাকি ১৩ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। গত ১ আগস্ট থেকে প্রতিদিনই ২শ’র ওপর ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯০০ জন এবং আর বাকীরা ঢাকার বাইরে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত চার হাজার ৫৪৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে তিন হাজার ৫৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ