November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 13th, 2022, 7:44 pm

আরটিভিতে ‘হোটেল নিরিবিলি’

অনলাইন ডেস্ক :

নাসির গ্রামের ছেলে। সে চাকরির খোঁজে ঢাকা আসে। কিন্তু তার চাকরি হয় না। এবং সে মায়ের মন ভেঙে যাওয়ার ভয়ে গ্রামেও ফিরে যায় না। তখন সে একটা হোটেলে অনুরোধ করে চাকরি নেয়। এদিকে হোটেলে রান্নার কাজ করতো রানু। তার সাথে নাসিরের সম্পর্ক হয়। রানু নাসিরকে ট্র্যাপে ফেলে বিয়ে করে। নাসির প্রথমে না মানলেও পরে রানুকে স্ত্রীর মর্যাদা দেয়। কিন্তু পরে দেখা যায় তাদের বিয়ের আগে থেকেই রানু গর্ভবতী! এমনই এক জটিল গল্প নিয়ে নির্মিত হলো অন্তর্জাল সিনেমা ‘হোটেল নিরিবিলি’। এতে নাসির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং রানু চরিত্রে শবনম ফারিয়া। এটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। হৃদয় জানান, ‘ছবিটির গল্পে অনেকগুলো লেয়ার আছে। যেখানে নাসির ও রানুর সম্পর্কের বাইরেও উঠে এসেছে অস্ত্র ও রাজনীতির নির্মমতা। আশা করছি দর্শকরা থ্রিলার ঘরানার এই ছবিটি উপভোগ করবেন।’ ছবিটি প্রচার হচ্ছে আজ বৃহস্পতিবার আরটিভিতে বেলা ২টা ১০ মিনিট থেকে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।