অনলাইন ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। গেল দু-বছরের করোনার ধকল কাটিয়ে এবারের ঈদ আনন্দঘন করে তুলতে চান তারা। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৩ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। গেল দু-বছর করোনা মহামারির কারণে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় তেমন কোনো আয়োজন করতে পারেননি প্রবাসীরা। তবে এবারের ঈদে আগের ঘাটতিগুলো পূরণ করতে চান প্রবাসী বাংলাদেশিরা। পেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন দুবাই-এর প্রেসিডেন্ট মাহাবুব আলম মানিক বলেন, ‘গত যে দুটি রমজান গেছে আমরা কোনো কাজই ঠিকমতো করতে পারিনি। তবে এবার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তির বার্তা বইছে।’ এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনের চাহিদা পূরণ করে নিজেদের ঈদ প্রস্তুতি নিচ্ছেন। আমিরাতের শপিংমলগুলোতে ঈদ সামনে রেখে কেনাকাটার ব্যস্ততা বেড়েছে প্রবাসীদের। আরেক ব্যবসায়ী বলেন, ‘দুবাইয়ে অনেকদিন থাকার পর আমাদের অনেক বন্ধুবান্ধব হয়েছে, এর পরও দেশে থাকলে আমাদের আনন্দটা বেশি হয়।’ এবার ঈদ ঘিরে আমিরাতের বাংলাদেশ কমিউনিটি বেশ কিছু ঈদ পুনর্মিমিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও বাংলাদেশ কনস্যুলেট দুবাই, প্রবাসী বাংলাদেশিদের ঈদ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করছে।
আরও পড়ুন
সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু
কঙ্গোতে কারাগার ভেঙে পালানোর সময় নিহত ১২৯ কয়েদি
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছে