October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 4th, 2022, 7:27 pm

আরিফিন শুভকে নিয়ে ফিরছেন বিন্দু

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো চরকির কোনো কনটেন্টে কাজ করছেন আরিফিন শুভ। সেই সাথে দীর্ঘদিন পর কোনো কাজে দেখা যাবে লাক্স তারকা আফসান আরা বিন্দুকে। এ যেন ডাবল খুশির খবর। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় চরকি অরিজিনাল সিনেমায় দেখা যাবে তাদের। আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। কিছুদিনের মধ্যেই শুরু হবে সিনেমাটির চিত্রধারণ। ছোটপর্দা-বড়পর্দার জনপ্রিয় মুখ আরিফিন শুভ। ওটিটিতে নিজের কাজ নিয়ে বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে।’ অনেকদিন পর কাজে ফিরছেন আফসান আরা বিন্দু। প্রায় ৮ বছর পর চরকির এই কাজের মধ্য দিয়ে তাকে স্ক্রিনে দেখবে দর্শক। কাজটি নিয়ে বিন্দু নিজেও ভীষণ সিরিয়াস ও এক্সসাইটেড। তিনি বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারবো ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’ পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ফিলগুড লাভ স্টোরি /ফিলগুড রোমান্স জনরার হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক। ‘নেটওয়ার্কের বাইরের পর চরকির সাথে এটা আমার ২য় চলচ্চিত্র। এটি সুনির্মাণে আমার এবং আমাদের পুরো টিমের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’ চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘২০২৩ সালটা চরকির জন্য খুব জরুরি একটা বছর হতে যাচ্ছে। এরইমধ্যে দর্শকের মাঝে কয়েকটি কনটেন্ট নিয়ে বিপুল সাড়া দেখা গেছে। এই সিনেমাটিও দর্শকের জন্য নতুন কিছু হতে যাচ্ছে। এখন পর্যন্ত চরকির সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট নেটওয়ার্কের বাইরে পরিচালনা করেছেন আরিয়ান। আবার সেই আরিয়ানের পরিচালনাতেই শুভ-বিন্দু জুটির নতুন কাজ আসছে অনেক বছর পর। যেটা চরকির পর্দায় দর্শক দেখবে, ভেবেই ভালো লাগছে।’