October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 26th, 2023, 8:48 pm

আরিয়ানের নতুন সিনেমা ‘ফ্লাইট ২২৭’

অনলাইন ডেস্ক :

‘ভালোবাসার গল্পকথক’ হিসেবে পরিচিত মিজানুর রহমান আরিয়ান এবার নির্মাণ করতে যাচ্ছেন নতুন ওয়েব সিনেমা। নাম ‘ফ্লাইট ২২৭’। রোমান্টিক এ নির্মাতা এবার তার গল্পে অনেকগুলো সম্পর্কের গল্প বলবেন। যার কাহিনি এগোবে জার্নি, বন্ধুত্ব ও ট্র্যাজেডির মধ্য দিয়ে। বুধবার (২৬ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার শেয়ার করে নতুন এ কাজের ঘোষণা দেন আরিয়ান।

ক্যাপশনে তিনি লিখেছেন, জীবন হঠাৎ থমকে যায়! এ থেকে সহজেই বোঝা যায়, গল্পটি বিমান দুর্ঘটনার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে। মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একসঙ্গে অনেকগুলো গল্প। কখনও সম্পর্কের, কখনও প্রেমের, কখনও বন্ধুত্বের আবার কখনও ক্রাইসিসের গল্প। এটা মূলত একটা জার্নির গল্প। কী জার্নি, কোথায় জার্নি, এই জার্নির শুরু কোথায়, শেষ কোথায়- সব জানা যাবে সিনেমায়।’ ছবির কাস্টিং, শুটিং কিংবা মুক্তির তারিখ নিয়ে কিছুই বলতে নারাজ আরিয়ান। জানা গেছে, সিনেমাটি নির্মিত হবে একটি ওটিটি প্লাটফর্মের জন্য।