November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 4th, 2023, 8:02 pm

আরিয়ানের প্রেমে মজেছেন নোরা

অনলাইন ডেস্ক :

কদিন আগেই বিশ্ব মাতিয়ে এসেছেন নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন এই বলিউড আইটেম গার্ল। সেই সুবাদে খবরের পাতা থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই তার নামটি ছিলো চর্চায়। তবে এবার নোরার নাম শিরোনামে এলো প্রেম সূত্রে। জোর গুঞ্জন, প্রেমে মজেছেন ‘দিলবার’ গার্ল। কোনো অভিনেতা-প্রযোজক বা ব্যবসায়ীর সঙ্গে নয়, শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের সঙ্গেই নাকি প্রেম করছেন নোরা! সম্প্রতি দুটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যার একটিতে নোরা ফাতেহির সঙ্গে এক ভক্তকে দেখা গেছে। ঠিক একই জায়গায় ওই ভক্তের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন আরিয়ান খান। এ কারণে গুঞ্জন, নোরা ও আরিয়ান একসঙ্গেই পার্টি করতে গেছেন। ওই ছবি দেখে অনেকে আরিয়ান ও নোরাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ প্রকাশ করছেন বিস্ময়। কেননা নোরা ফাতেহির বয়স ৩০ বছর হলেও আরিয়ান সবে ২৫-এর যুবক। যদিও একাংশের মতে, তারকাদের এমন দেখাসাক্ষাৎ আহামরি কিছু নয়। তাছাড়া তাদেরকে একসঙ্গে দেখা যায়নি। সুতরাং বিষয়টি নিয়ে মাতামাতি না করাই শ্রেয়। প্রসঙ্গত, নোরা ফাতেহিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমায়। গেলো বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে তিনি একটি গানে আয়ুষ্মান খুরানার সঙ্গে পারফর্ম করেছেন। অন্যদিকে আরিয়ান খান আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউডে। তবে অভিনেতা হয়ে নয়, তাকে পাওয়া যাবে নির্মাতার ভূমিকায়। বাবা-মায়ের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় একটি সিনেমা পরিচালনা করবেন আরিয়ান। মাস খানেক আগে চিত্রনাট্যের ছবি পোস্ট করে সুখবরটি দেন মান্নাত-এর বড় ছেলে। সূত্র: কইমই ডটকম