November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 30th, 2023, 8:16 pm

আর্চারি দল এখন জার্মানিতে

অনলাইন ডেস্ক :

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে অংশ নিতে ছয় আর্চারসহ ৯ জনের দল জার্মানিতে গেলো। রোববার ভোর পাঁচটার দিকে কাতার এয়ারলাইন্সে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। চার পুরুষ ও দুই নারী আর্চার এবার রিকার্ভ পুরুষ একক ও দলগত, রিকার্ভ মহিলা একক ও মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক ও দলগত, কম্পাউন্ড মহিলা একক ও মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল সোমবার থেকে (৬ আগস্ট) পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

এতে অংশ নিচ্ছেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, সাগর ইসলাম ও আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী ও বন্যা আক্তার। এই টুর্নামেন্টে খেলছেন না দেশসেরা রোমান সানা। এনিয়েকোচ ফ্রেডরিক বলেছিলেন, ‘রোমান সানা আমাদের সঙ্গে যাচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যারা যাচ্ছে তাদের ওপর ভরসা রাখতে হচ্ছে। তাদের সামর্থ্য আছে ভালো করার। আশা করছি আমরা ইতিবাচক ফল করতে পারবো।’