October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 9th, 2022, 7:23 pm

আর্জেন্টাইন কোচে সফল সাইফ স্পোর্টিং ক্লাব

অনলাইন ডেস্ক :

গতবার রহমতগঞ্জের বিপক্ষে লিগের দুই ম্যাচই ড্র করেছিল সাইফ স্পোর্টিং। পুরান ঢাকার ক্লাবটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের। দুই লেগে পয়েন্ট হারানোয় এবারের লড়াইটি ছিল বাধা ডিঙানোর। অবশেষে আর্জেন্টিনার কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে সফল জামাল ভূঁইয়ারা। এবার প্রিমিয়ার লিগের প্রথম সাক্ষাতে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে সাইফ। বুধবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পেটের পীড়া থেকে সেরে উঠে অধিনায়ক জামাল ভূঁইয়া শুরু থেকে খেলেছেন। এই মিডফিল্ডারকে দলে পেয়ে সতীর্থরা উজ্জীবিত হয়েছে। তারই ছাপ স্কোরলাইনে। যদিও প্রথম মিনিটে রহমতগঞ্জ এগিয়ে যেতে পারতো। গোলকিপারের উদ্দেশ্যে ব্যাক পাস বাড়িয়েছিলেন নাসিরুল ইসলাম, কিন্তু পাসে ছিল না গতি। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে ঢুকেও পড়েছিলেন সানডে চিজোবা। কিন্তু দূরের পোস্ট নিশানা না করে নাইজেরিয়ান স্ট্রাইকার দুর্বল শটে বল তুলে দেন পাপ্পু হোসেনের গ্লাভসে। ১৬ মিনিটে সাইফ এগিয়ে যায়। নাসিরুলের থ্রু পাস ধরে মেরাজ হোসেন বাইলাইনের একটু ওপর থেকে ক্রস বাড়ান বক্সে। একটু দুরূহ কোণ থেকে দারুণ হেডে গোলকিপারের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন ফয়সাল আহমেদ ফাহিম। ৩৬ মিনিটে ওয়ালী ফয়সালের ফ্রি কিকে এক সতীর্থ হেডের পর ছোট বক্সের ভেতরে বল পেয়ে যান ফজলে রাব্বী। তার গতিহীন শট গোলকিপার আটকাতে ব্যর্থ হলেও গোললাইন থেকে ফেরান সাইফ ডিফেন্ডার নাসিমুল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় সাইফ। আসরররোভ গফুরভের পাসে বক্সে এক ডিফেন্ডারকে বডি ডজ দিয়ে কিছুটা জায়গা করে নেন এমেকা ওগবাগ। এরপর ডান পায়ের বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। বিরতির পর সাইফের সঙ্গে রহমতগঞ্জ সমানতালে খেলার চেষ্টা করেও হার এড়াতে পারেনি। ৬৭ মিনিটে রিয়াদুল হাসানের লক্ষ্যভেদে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় সাইফ। এমেকাকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটতে থাকেন রিয়াদুল। ফিরতি পাস পেয়ে ঠা-া মাথার শটে ব্যবধান আরও বাড়ান এই ডিফেন্ডার। রহমতগঞ্জ ম্যাচে ফেরার উপলক্ষ পায় ৭১ মিনিটে। সানডের ব্যাক পাসে আযাহর শট ব্লক করেন রাফি। কিন্তু বল তার গায়ে লেগে ফের চলে যায় সানডের পায়ে, বাঁ পায়ের কোনাকুনি শটে এবার সুযোগ কাজে লাগান তিনি।বাকি সময় চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেনি রহমহগঞ্জ। ফলে ৩-১ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাইফ। তাদের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে পুরান ঢাকার দলটি এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।