অনলাইন ডেস্ক :
লিওনেল মেসির শহর মায়ামি। সেই শহরের মাঠ মায়ামি হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৬তম কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই জয়ে বাংলাদেশ বেশ আলোড়িত। এই আলোড়ন শোবিজ তারকাদের মধ্যেও লেগেছে। চিত্রনায়িকা শাবনূরও আর্জেন্টিনার জয়ে আনন্দিত। কোপা আমেরিকার শিরোপা জয়ে যখন আর্জেন্টিনা দলেন ভক্ত-অনুরাগীরা জয় উদযাপন করতে ব্যস্ত তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে আর্জেন্টিনা সাপোর্টারদের খুশিতে শাবনূরও খুশি হলেন।
ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা! আমি যখন সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমারও প্রিয় খেলা। আর বাংলাদেশের মানুষ প্রায় সবাই ফুটবল পাগল।’ শাবনূর বলেন, ‘আজ যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছেন তাদের আনন্দ দেখে আমিও অনেক খুশি। আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে।’ পোস্টের কমেন্ট বক্সে আলমগীর হোসেন নামে এক ভক্ত লিখেছেন, ‘জয় হোক আর্জেন্টিনারের আগামী দিন গুলো সেই সাথে তোমারও যাদু রয়েছে।’
রিখাতুল ইসলাম লিখেছেন, ‘আগে বাংলাদেশটাকে ঘুরে দাঁড়াতে হবে তাহলেই সব হবে ইনশাআল্লাহ।’ আব্দুস সামাদ নামে আরেক অনুরাগীর ভাষ্য, ‘আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট করায় অনেক অনেক ধন্যবাদ বাংলা চলচ্চিত্র এর লিজেন্ড মহানায়িকা প্রিয় শাবনুর আপ অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আপনার জন্য।’
শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি বেধে তিনি সফলতা লাভ করেন। সালমান শাহের সাথে তার অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত তিনি টানা পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান