October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 20th, 2022, 7:57 pm

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ফাঁস

অনলাইন ডেস্ক :

কাতারের মাটিতে বিশ্বকাপের আসর বসতে হাতে বাকি আর এক মাস। ধীরে ধীরে বিশ্বকাপের দলগুলোর প্রাথমিক স্কোয়াড ঘোষণাও শুরু হয়ে যাবে। কোনো দলই অবশ্য এখনও দল ঘোষণার কাজ শুরু করেনি। তবে এর ভেতরেই ফাঁস হয়ে গেলো আর্জেন্টিনার ৩৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ। আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী দুয়েকদিনে মধ্যেই ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। তবে অফিসিয়াল ঘোষণা দেওয়ার আগেই ফাঁস হয়ে গেলো সেই স্কোয়াডই। আর্জেন্টিনার স্পোর্টস চ্যানেল টিএনটি স্পোর্টসের সাংবাদিক আর্তুরো বুলিয়ান আর্জেন্টিনার ৩৫ সদস্যের দলের নাম ফাঁস করছেন। ফিফার কাছে স্ক্যালোনি এই দলটিই তুলে দিতে চান বলেও জানিয়েছেন বুলিয়ান। ফাঁস হয়ে যাওয়া ৩৫ সদস্যের এই দলে আলুবিসেলেস্তাদের সবশেষ দুই ম্যাচের স্কোয়াডের সকলের সঙ্গে নতুন করে যোগ হতে যাচ্ছেন লুকাস ওক্যাম্পোস, জিওভানি সিমিওনে, লুকাস অ্যালারিও, মার্কো সেনেসি, হুয়ান ফয়েথ আর হুয়ান মুসো।
ফাঁস হয়ে যাওয়া আর্জেন্টিনার ৩৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, ফ্র্যাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার : নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, গঞ্জালো মন্তিয়েল, হেরমান পেৎজেলা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তা/মার্কো সেনেসি, হুয়ান ফয়েথ।
মিডফিল্ডার : জিওভান্নি লো চেলসো, রদ্রিগো ডি পল, আলেসান্দ্রো ‘পাপু’ গোমেজ, লিসান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, এজকিয়েল প্যালাসিওস, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, অ্যাঞ্জেল কোরেয়া, জোয়াকিন কোরেয়া, জিওভানি সিমিওনে/এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস অ্যালারিও/নিকোলাস ডমিঙ্গেজ/লুকাস ওক্যাম্পোস।