October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 17th, 2022, 7:51 pm

আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত জ্যাকুলিন

অনলাইন ডেস্ক :

অর্থ কেলেঙ্কারির মামলায় ফেঁসে গেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এতোদিন সুকেশ চন্দ্রশেখরের আর্থিক কেলেঙ্কারির মামলায় সন্দেহভাজনের তালিকায় ছিলেন তিনি।অনেক আগেই সুকেশের বিরুদ্ধে চার্জশিট জমা হয়েছিল। তবে এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) চার্জশিটে অভিযুক্ত হিসেবে জ্যাকুলিনের নামও যুক্ত হয়েছে। ইডির দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে যে জ্যাকুলিন জানতেন সুকেশ একজন জালিয়াত। জেনে বুঝেই এই জালিয়াতির টাকায় সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি। বুধবার (১৭ আগষ্ট) মামলার অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।সুকেশের কাছ থেকে অনেকবার বহুমূল্য উপহার পেয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন। ইডির জেরায় সেসব কথা স্বীকার করেছেন এই তারকা। ইতোমধ্যেই জ্যাকুলিনকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। তার দেশ ছেড়ে বের হওয়ার উপরেও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।ইডি সূত্রের খবর, সুকেশের কাছ থেকে যেসব উপহার পেয়েছেন জ্যাকুলিন, সব মিলিয়ে তার মূল্য ১০ কোটি রুপির কম নয়। এর মধ্যে রয়েছে দামি গাড়ি, ৫২ লাখ রুপির ঘোড়া, ৯ লাখের পার্সিয়ান বিড়াল। উপহারের তালিকায় আরো আছে- গুচি, শ্যানেলের একাধিক ডিজাইনার ব্যাগ, গুচির জিমওয়্যার, লুই ভ্যুতোর জুতো, দুই জোড়া হীরার কানের দুল এবং মূল্যবান পাথর বসানো ব্রেসলেট।যদিও জ্যাকুলিনের দাবি, উপহার পাওয়া মিনি কুপার গাড়িটি তিনি সুকেশকে ফেরত দিয়ে দিয়েছিলেন। কিন্তু সব মিলিয়ে এখনো পর্যন্ত জ্যাকুলিনের ৭ কোটি রুপির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে ইডি।