September 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 12th, 2023, 8:18 pm

আলাদা থাকছেন পরীমনি-রাজ

অনলাইন ডেস্ক :

ঈদে পরীমনি ও তাঁর ছেলে রাজ্যর সঙ্গে ছিলেন না শরিফুল রাজ। না ফেসবুকে পোস্ট করা ছবিতে, না বাসায়। ছেলে রাজ্যর জন্মের পর প্রতি মাসের ১০ তারিখে দিনটি কেক কেটে উদযাপন করেন পরী। প্রতিবার রাজ সঙ্গে থাকলেও এবারই প্রথম রাজহীন ছেলের কেক কাটলেন তিনি। মে মাসের মাঝামাঝি বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ। সেই থেকে পরীমনি ও রাজের আলাদা জীবন শুরু। দেখা হয়েছে রাজ্যর ১০ মাস পূর্ণ হওয়ার কেক কাটার আয়োজনে। হাজিরা দিয়েই আবার চলে গেছেন। এক ছাদের নিচে আর থাকা হয়নি। পরীমনি বলছেন, রাজের সঙ্গে প্রায় দুই মাস হয় আলাদা।

কোথায় আছে, কী করছে তা জানেন না। পরীমণি বললেন, ‘জানার ইচ্ছেও নেই। ও তো নিজের মতো যা খুশি করছে, চলছে। ওসব জেনে আমার কী করার!’ এদিকে শরীফুল রাজ ঈদের পরই ছুটি কাটাতে মালদ্বীপ ঘুরতে গেছেন। এখনও দেশে ফেরেননি। তবে মালদ্বীপ যাওয়ার আগে বিষয়টি জানিয়েছিলেন। তাই ঈদের আগের দিন রাতে বনানীতে রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বের হলে সেখানেই তাদের দেখা হয়। তবে ঈদের দিন দেখা ও কথা কোনোটিই হয়নি। পরীমনি ও রাজ আর একে অপরের সঙ্গে থাকতে চান না। উভয়েই গণমাধ্যমে এ কথা জানিয়ে দিয়েছেন।