বাসস :
যুক্তরাষ্ট্রর দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য আলাবামায় প্রচন্ড ঝড়ের সময় একটি মহাসড়কে অনেকগুলো গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে নয় শিশু ও প্রাপ্তবয়স্ক এক জন নিহত হয়েছেন। কাউন্টির এক শবপরীক্ষক রোববার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। খবর এএফপি’র।
বাটলার কাউন্টি শবপরীক্ষক ওয়েনি গার্লক এএফপি’কে বলেন, গ্রীনভিল নগরীর কাছে আন্তরাজ্য মহাসড়কে কমপক্ষে ১৫টি গাড়ির মধ্যে শনিবারের এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যে প্রথমে একটি মটরবাইক দুর্ঘটনায় পড়ায় এ ভয়াবহ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, সেখানে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাবা ও মেয়ের পাশাপাশি আরো আট শিশু রয়েছে। কাউন্টি পরিচালিত একটি ‘গার্লস রাঞ্চ’ থেকে ভ্যানে করে এ আট শিশুকে বহন করা হচ্ছিল।
শেরিফ ড্যানি বন্ড আল ডট কম ওয়েবসাইট’কে বলেন, ‘বাটলার কাউন্টির ইতিহাসে সম্ভবত এটি ছিল সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।’
আরও পড়ুন
কিভাবে যাব সেতু দিয়ে ?
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট
মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে: রিজওয়ানা হাসান