October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 14th, 2023, 7:51 pm

আলু, পেঁয়াজ, চিনি, সয়াবিন ও ডিমের দাম নির্ধারণ করেছে সরকার

বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে।

এ ছাড়া মন্ত্রণালয় প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা, আলু ৩৫-৩৬ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা লিটার, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা, প্রতি লিটার পাম অয়েল ১২৪ টাকা, চিনির (খোলা) দাম প্রতি কেজি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে দাম নির্ধারণ করেছে মন্ত্রণালয়।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় এসব পণ্যের উৎপাদন ও বিপণন ব্যয়ের ভিত্তিতে মন্ত্রণালয়গুলোর কাছে সুপারিশ চেয়েছিল।

বাণিজ্য সচিব ইউএনবিকে বলেন, সরকার নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি নিশ্চিত করতে সারাদেশে অভিযান পরিচালনা এবং মনিটরিং বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

—ইউএনবি