May 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 7th, 2023, 6:19 pm

আলোচনায় শুভশ্রীর নতুন সিনেমা

অনলাইন ডেস্ক :

কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। এর মাধ্যমেই ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে শুভশ্রীর। আর এ সিরিজের টিজারেই দেখা মিলেছে অন্য এক শুভশ্রীর। পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, ঝুলে গেছে মুখের চামড়াও-এমনই অদেখা লুকে হাজির হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। নতুন ছবি ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর প্রথম লুকেই নেটমাধ্যম কাঁপিয়ে দিয়েছেন রাজপত্নী। যখন গ্ল্যামার আর জাঁকজমক নিয়ে ব্যস্ত শোবিজ অঙ্গনের অভিনেত্রীরা, তখন এ ধারা ভেঙে বের হওয়ার এক দারুণ প্রয়াস শুভশ্রী গাঙ্গুলীর। মাত্র ৩১ বছর বয়সে বৃদ্ধা চরিত্রে আসতে চলেছেন অভিনেত্রী। ইন্দুবালা ভাতের হোটেলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের টিজার দিয়ে আশা জাগালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিঃসন্দেহে অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হতে চলেছে এই সিরিজ। শুভশ্রীর গলায় শোনা যাচ্ছে, ‘এটা ইন্দুবালার ভাতের হোটেল। এ চ্যাটচেটে টেবিল আর স্যাঁতসেঁতে ঘরে লোকে ইন্দুবালার হাতের খাবার খেতে আসে। হোটেলে আসে না বাবা।’ আট পর্বের এই সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে কলকাতায়। আলোচিত ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সিরিজে শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীসহ অনেকে।