October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 30th, 2023, 7:52 pm

আশরাফুল পাভেলের নতুন গান ‘খুঁজি তোমারে’

অনলাইন ডেস্ক :

আধ্যাত্মিক রাজধানী খ্যাত বাংলাদেশের সিলেট জেলার নিজস্ব ভাষার অসংখ্য গান সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মন জয় করেছে যুগে যুগে কালে কালে। ভাষার মাধুর্য্য আর উচ্চারণের কারিশমার কারণে সিলেট অঞ্চলের গান সঙ্গীত প্রেমীদের মনে ভিন্ন এক দোলা দেয়। মন্ত্রমুগ্ধ হয়ে সবাই শোনে সেই গান। আর এই সিলেটের ভাষার গান করে ইতিমধ্যেই শ্রোতাদের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছেন আশরাফুল পাভেল। সুদূর প্রবাসে বসেও তিনি নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন বাংলা গান। ইতোমধ্যে তার কন্ঠে আধুনিক গানের সাথে সিলেট অঞ্চলের ভাষার মিশ্রনে তৈরি করা গান শ্রোতাদের ব্যতিক্রমী এক ভালো লাগার জন্ম দিয়েছে। মুলত দেশের প্রতি দায়িত্ববোধ আর গানের প্রতি প্রেম থেকেই এসব করছেন তিনি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি আশরাফুল পাভেলের কন্ঠে প্রকাশিত হয়েছে আরেকটি সিলেটি ভাষার গান। গানটির শিরনাম ‘খুঁজি তোমারে’। ‘আমি সারা সিলট অলি গলি খুঁজি তোমারে/ জানি তুমি আছো সোনা বন্ধু আমার অন্তরে’ এমন কথায় গানটির গীতিকবিতা সাজিয়েছেন সিলেটের জননন্দিত গীতিকবি মাহতাব শাহ্ ফকীর। সুর ও সঙ্গীতায়োজন করেছন আশরাফুল পাভেল নিজেই। সিলেটের বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। গানটিতে আশরাফুল পাভেলের সাথে মডেল হিসেবে দেখা যাবে স্নিগ্ধাকে। গানটির প্রকাশের পর টিনেজারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছ। বিভিন্ন মহল থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

টিকটকে গানটির সাথে প্রতিদিনই তৈরি হচ্ছে শত শত ভিডিও।নতুন এই গানটি নিয়ে আশরাফুল পাভেল বলেন, ‘গানটির গীতিকবি মাহতাব শাহ্ ফকীরের সাথে আমার সম্পর্ক শুধু গান দিয়েই নয়। আমাদের রক্তের সম্পর্ক রয়েছে। তিনি আমার আপন চাচা। ইতোমধ্যে তার লেখা অনেক গানই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তার লেখার মাঝে আধ্যাতিক এক শক্তি আছে। আমার বিশ্বাস তার আগের গান গুলোর মতই আমার গাওয়া এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।গানটি প্রকাশিত হয়েছে আশরাফুল পাভেলের ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপ এ।