October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 21st, 2023, 8:32 pm

আসছে ঈদে মুক্তি পাচ্ছে ‘লিডার’

অনলাইন ডেস্ক :

ক’দিন ধরেই আলোচনা-সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এরমধ্যেই মঙ্গলবার নিজের ভক্ত অনুরাগীদের জন্য দিলেন সুসংবাদ! আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। মঙ্গলবার বিকেলে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ও শাকিব খানের পেজ থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়, ঈদ মাতাতে আসছে ‘লিডার’। নির্মাণের শুরু থেকেই আলোচনায় ‘লিডার আমিই বাংলাদেশ’। তরুণ নির্মাতা তপু খানের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বুবলী। লিডার-এর প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ দর্শকদের কাছে হবে পূর্ণাঙ্গ বিনোদন ও মানসম্পন্ন সিনেমা। সিনেমাটি ঈদে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক তপু খান বলেন, সিনেমাটি নির্মাণের দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পেরে আনন্দিত। শাকিব খান এবং বুবলীসহ সবাই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। শাকিব খানের দর্শকরা তার কাছে যেমন সিনেমা চান ‘লিডার, আমিই বাংলাদেশ’ অনেকটা তেমন সিনেমা। গেল ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় ‘লিডার আমিই বাংলাদেশ’। এর কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত।